• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৭:২৩ পিএম

সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নির্বাচনী অফিসে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে রফিকুল ইসলাম হিরো জানান, স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর জামায়াত-বিএনপির লোকজন সঙ্গে নিয়ে রাতে তার নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর এসব ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, তাকে হয়রানি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো সমর্থক জড়িত নয়।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এস/ডাকুয়া

আর্কাইভ