• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে চিকিৎসকের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু!

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৭:১৪ পিএম

সিরাজগঞ্জে চিকিৎসকের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়ায় অবস্থিত জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় সুমনা নামে ৪ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ক্লিনিক বন্ধ করে পালিয়েছে মালিকপক্ষ। খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে ভাঙচুর করে নিহত শিশুর স্বজনরা।

নিহত শিশুটির মা সুমা খাতুন অভিযোগ করে বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে তার মেয়ে সুমনার পিঠের একটি ফোঁড়া অপারেশনের জন্য স্থানীয় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসানুল হকের কাছে যাই। তিনি শিশু সুমনার পিঠে পরপর ৫টি ইনজেকশন প্রয়োগ করলে শিশুটির খিঁচুনি শুরু হয়। এরপর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’

এস/ডাকুয়া  

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ