প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৬:৩৪ পিএম
যুবসমাজে ভয়ঙ্কর মাদক অক্সি-মরফোনের ব্যবহার বাড়ছে। তীব্র ব্যথানাশক এই ওষুধটি
মূলত মস্তিষ্কে অল্প সময়ের জন্য আনন্দ অনুভূতির সৃষ্টি করে। এটি নিতে না পারলে
মাদকসেবীরা অস্থির হয়ে ওঠে। ফলে এটি পেতে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করতেও পিছপা
হয় না তারা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর (ডিএমপি ডিবি) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত
কমিশনার একেএম হাফিজ আক্তার।
এর আগে ডিএমপির ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম রাজধানীর বাবুবাজার
এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক চোরাকারবারিকে আটক করে। তারা হলেন- আলমগীর সরকার ও
জাহিদুল ইসলাম। তাদের কাছ থেকে ১৩ হাজার পিস অক্সি-মরফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘অক্সি-মরফোন হলো মরফিনের একটি এনালগ, যা এনালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এটি ইনজেকশন
থেকে ওরাল ফর্মে নিয়ে আসা হয়েছে। অক্সি-মরফোন মানব মস্তিষ্কের কেন্দ্রীয় নার্ভাস
সিস্টেমে কাজ করে। তীব্র ব্যথানাশক হিসেবে ক্যান্সার, হার্টসহ
দুরারোগ্য রোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী রোগীদের তীব্র ব্যথা কমানোর জন্য ব্যবহার
হয়ে থাকে। মরফিন একটি ইউফোররিক ড্রাগ। যা মানব মস্তিষ্কে প্রচণ্ড আনন্দ অনুভূতি
তৈরি করে। শরীরে সাময়িকভাবে দুঃখ-ব্যথা ভুলিয়ে দেয়। ব্যথার সিগনাল গিয়ে মস্তিষ্ককে
উত্তেজিত করতে পারে না। মস্তিষ্ক বোধহীন অসাড় হয়ে যায়।
একেএম হাফিজ আক্তার বলেন, মূলত মাদকসেবীরা
অক্সি-মরফোন গুঁড়া করে যেকোনো সিরাপ বা পানীয়ের সঙ্গে মিশিয়ে খায়। যুবসমাজ বিশেষ
করে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এর ব্যবহার গোয়েন্দা নজরে এসেছে।
আটককৃতদের বরাত দিয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, ‘তারা ভয়ঙ্কর এই ড্রাগ সংগ্রহ করে মাদকসেবীদের
কাছে বিক্রি করে আসছিল। এই ওষুধটি জিসকো ফার্মা তৈরির অনুমোদন করে থাকে। প্যাকেটের
গায়ে মূল্য লেখা রয়েছে ৪০০ টাকা। তবে এই ওষুধটি বাজারে আড়াই থেকে তিন হাজার টাকা
পর্যন্ত বিক্রি করে থাকে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সারা দেশের মাদক নিয়ন্ত্রণ করে থাকে। তাদের
লাইসেন্স দেয়ায় অনিয়ম হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই শীর্ষ গোয়েন্দা
কর্মকর্তা বলেন, ‘লাইসেন্স বেশি দেয়ার কথা
ঢাকায়। কিন্তু বরিশাল ও খুলনাতে বেশি পরিমাণ লাইসেন্স দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে
সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন, ডিবি লালবাগের উপ-কমিশার রাজিব আল মাসুদ, অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল আসাদ এবং অতিরিক্ত
উপ-কমিশনার মো. সাইফুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
শামীম/ডাকুয়া