প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৫:৩৮ পিএম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি
১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন
লোহাগাড়ার মো. সোহেল (২৮)। তার কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের
ভিত্তিতে যাত্রীসহ স্বর্ণ আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা বলেল, ‘উদ্ধার করা
স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ৬টি গলানো গোল্ড
পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেসসহ কিছু গহনা রয়েছে।’
শামীম/ডাকুয়া