• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মুরগি হত্যা নিয়ে পুলিশের তদন্ত শুরু

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৫:৫১ এএম

মুরগি হত্যা নিয়ে পুলিশের তদন্ত শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিষ দিয়ে মুরগি মারায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজমুল। সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ৩নং ইটালি ইউনিয়ন বনকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী নাজমুল জানান, সোমবার সকালে খাবার খাওয়ানোর পর সব মুরগি ছেড়ে দেওয়া হয়। পার্শ্ববর্তী মো. কমেদ আলী ধানি জমিতে গমের সঙ্গে বিষ মিশিয়ে জমির চারিদিকে সিটিয়ে রাখেন। সেই বিষ মাখানো গম খেয়ে সঙ্গে সঙ্গে ৯ টি মুরগি মারা যায়। এরপর প্রতিবেশীর আরও ১৪ টি মুরগী মারা যায়। আরও মুরগি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে।

এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত নাজমুল।

সিংড়া থানার ডিউটি অফিসার আবু হানিফ বলেন, নাজমুল হক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগ এন্টির পর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

লিমন/নাটোর/জেডআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ