• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৫:৩০ এএম

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী শহর সমাজসেবায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের নিয়ে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দিনব্যাপী শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা সহকারী সমাজসেবা পরিচালক নুসরাত ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি জেলা সমাজসেবার প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, কোর্স সমন্বয়ক ও কোর্স পরিচালক শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন প্রমুখ।

সমাজসেবা কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম।

জেলা সমাজসেবার সহকারী পরিচালক নুসরাত ফাতেমা বলেন, শহর সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ, কর্মদল গঠনের মাধ্যমে সংগঠিত করণ, দলীয় সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে নিজস্ব তহবিল গঠণ করতে হবে।

জেলা সমাজসেবা অফিসার হৃদয় হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শহর সমাজসেবার বিভিন্ন সুযোগ সুবিধা, পরিচিতি ও গুরুত্ব সম্পর্ক এবং এলাকার পিছিয়ে পড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন, জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

আমিরুজ্জামান/নীলফামারী/জেডআই

আর্কাইভ