প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১২:২৭ এএম
নোয়াখালীর
বেগমগঞ্জে এসএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ভুয়া পরীক্ষার্থীকে (২০) কারাদণ্ড
দিয়েছেন আদালত। উপজেলার জমিদারহাট বি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্ত তার
প্রবাসী ভাইয়ের পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার (২২
নভেম্বর) দুপুরে বিজ্ঞান বিভাগের জীব বিজ্ঞান পরীক্ষা চলাকালে আটক হয় সে।
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে জমিদারহাট কেন্দ্রে জীববিজ্ঞান
পরীক্ষা চলাকালে আপন বড় ভাইয়ের পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে দণ্ডপ্রাপ্ত
ওই যুবক। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের নজরে এলেও কেন্দ্র পরিদর্শনে আসা
উপজেলা নির্বাহী কর্মকর্তার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার আচরণ
সন্দেহজনক হলে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। কার্ডের সঙ্গে তার ছবির
গরমিল এবং সে প্রক্সি দিতে এসেছে বলে স্বীকার করলে তাকে আটক করা হয়। অভিযোগ প্রমাণ
হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার
টাকা জরিমানা করা হয়।
বেগমগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার
বলেন, ‘প্রকৃতপক্ষে পরীক্ষার্থী ছিল তার বড় ভাই। কিন্তু সে কিছু দিন আগে
বিদেশ যাওয়ায় দণ্ডপ্রাপ্ত যুবক প্রক্সি পরীক্ষা দিতে আসে।’
এস/এম. জামান