প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১০:০৯ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাথার খুলি ও চক্ষুবিহীনসহ শারীরিক নানা অঙ্গ বিকৃত অদ্ভুত আকৃতির একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল থেকে এ সন্তানটি দেখার জন্য উৎসুক মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে। এ পর্যন্ত নবজাতক ও প্রসূতি সুস্থ আছেন।
শনিবার
(২০ নভেম্বর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের খলিল মিয়ার মেয়ে
খোতেজা বেগম তার বাবার
বাড়িতে স্বাভাবিকভাবে ওই নবজাতক কন্যার
জন্ম দেন। খোতেজা বেগম
পার্শ্ববর্তী নলডাঙ্গা কলেজপাড়ার সুমন মিয়ার স্ত্রী।
স্বজনরা
জানায়, বাচ্চা প্রসবের জন্য খোতেজা বেগম
বেশ কিছুদিন ধরে তার বাবার
বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে তার
আলট্রাসনোগ্রাম করা হয়। এতে
নবজাতকের মাথায় ও মুখমণ্ডলে বড়
ধরনের সমস্যা আছে বলে চিকিৎসকেরা
জানিয়েছিলেন। নবজাতকটি ভূমিষ্ট হওয়ার পর দেখা যায়
তার চোখ, মুখ, মাথার
খুলি ও হাত পাঁ
অস্বাভাবিক আকৃতির।
এদিকে
এখবরটি মুহুর্তের মধ্যে জানাজানি হলে নবজাতককে এক
নজর দেখতে শতশত নারী-পুরুষ
ওই বাড়িতে ভিড় জমাতে থাকে।
একই
এলাকার ইদন মিয়া বলেন,
‘এমন সন্তান আল্লাহ যেন কারও ঘরে
না দেয়। এতে বাবা
মা ও স্বজনদের কি
কষ্ট হচ্ছে। তা তারাই বুঝতেছেন।’
এই
দম্পতি বলেন, ‘এটি আমাদের প্রথম
সন্তান। গর্ভের এই সন্তানকে নিয়ে
অনেক স্বপ্ন আর আশা ছিল।
কিন্তু আল্লাহ আমাদের এমন সন্তান দিবে
কখনও ভাবতে পারিনি।’
এ
তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন
পরিষদের সদস্য রতন চন্দ্র বর্মণ
বলেন, ‘বিধাতার লীলা বোঝা বড়
দায়। ঘটনাটি খুবই দুঃখজনক।’
নূর/ডাকুয়া