• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

খুনের আসামি ভারতে পালানোর সময় গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৩:৩১ এএম

খুনের আসামি ভারতে পালানোর সময় গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ছবদেল হোসেন মন্ডল খুনের চাঞ্চল্যকর মামলার আসামি বেল্লাল হোসেন (৪৮) ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সড়ক জনপথ বিভাগের সরকারী ডর্মেটরি বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে ্যাব।

শনিবার (২০ নভেম্বর) রাতে ্যাব-১৩, সিপিসি-, গাইবান্ধা কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ধৃত বেল্লাল হোসেন সাঘাটার বেড়া গ্রামের আব্দুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবদেল হোসেন মন্ডলকে খুনের ঘটনায় নভেম্বর সাঘাটা থানায় একটি মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি বেল্লাল হোসেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপড় ছিল। এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বেল্লাল হোসেন। বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ওইস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি ওই হত্যা সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নূর/এএমকে

আর্কাইভ