• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শখ থেকে বাণিজ্যিক পেয়ারা চাষি নাটোরের আফাজ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১০:১৮ পিএম

শখ থেকে বাণিজ্যিক পেয়ারা চাষি নাটোরের আফাজ

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি

শখের পেয়ারা চাষ থেকে সফলতা পেয়েছেন নাটোরের আফাজ আলী। ২০১৫ সালে মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করেন তিনি। এখন ২০০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করছেন তিনি। যার কারণে পেয়ারাই তার ধ্যান-জ্ঞান, সব কিছু। নাটোরকে পেয়ারার জেলা হিসেবে পরিচিত করাতে চান এই স্বপ্নবাজ মানুষটি।

 

প্রতিটি পেয়ারা গাছে বছরে প্রায় এক মণ পেয়ারা পান তিনি। আফাজের এসব বাগানের পেয়ারা নাটোর ছাড়িয়ে চলে যাচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

 

সরেজমিনে জানা যায়, নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকাতে ১১০ বিঘার, ছাতনী এলাকায় ৫০ বিঘাসহ তেবাড়িয়া, বড়হরিশপুর, সিংড়াসহ নাটোরে বিভিন্ন এলাকায় ৯টি বাগান রয়েছে আফাজ আলীর। ভিটামিন-খনিজ উৎপাদনের মাধ্যমে জাতীয় উৎপাদনে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিদিন গড়ে ১০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন আফাজ।

 


আফাজ আলী বলেন, ‘২০১৫ সালে প্রাথমিকভাবে দুই বিঘা জমিতে পেয়ারা চাষ শুরু করি। বর্তমানে ৯টি বাগানে ২০০ বিঘা জমিতে পেয়ারা চাষ করছি। প্রতিদিন গড়ে একশ শ্রমিক বাগানে কাজ করেন। তারা গাছ রোপণ, আগাছা নিধন, সার দেয়া, সেচ, পেয়ারার ব্যাগিংয়ের কাজ করেন। নাটোরকে পেয়ারার জেলা হিসেবে পরিচিত করাতে চাই।’

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মাহমুদুল ফারুক বলেন, ‘পেয়ারার বাগান সৃষ্টির মাধ্যমে আফাজ শুধু নিজের আর্থিক সমৃদ্ধিই অর্জন করেননি। এলাকার শতাধিক যুবকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। দেশের মানুষের পুষ্টির অভাব পূরণের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে তিনি অবদান রাখছেন।’

 

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ