• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন জীবন পেল আরও ১২০ বক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৭:১২ পিএম

নতুন জীবন পেল আরও ১২০ বক

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর এলাকায় অভিযান চালিয়ে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া ১২০টি বক নতুন জীবন পেল। শনিবার (২০ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার প্রায় ৮টি মাঠে পরিবেশকর্মীরা অভিযান চালিয়ে বকগুলো উদ্ধার করে অবমুক্ত করেন।

শনিবার চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটি অভিযান পরিচালনা করে। কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া মাঠ, ত্রিমোহনী, কালিবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, চরপিপলা, যোগেন্দ্রনগর, শ্রীপুর কালাকান্দর মাঠে অভিযান চালিয়ে প্রায় ১২টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়।

এসময় শিকারিদের ফাঁদ থেকে ১২টি শিকারি বক খাঁচাবন্দি ১০৮টি বুনো বক উদ্ধার করে অবমুক্ত করা হয় তবে শিকারিরা পালিয়ে যান। 

এসময় উপস্থিত ছিলেন- গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানিম, সদস্য মনির হোসেন সাদেক আলীসহ অনেকে।

উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘এই শীত মৌসুমে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অতিথি পাখি চলনবিলের আসে। জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন পরিবেশকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পাখি শিকার বন্ধে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ