• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিএনপির গণঅনশন চলছে

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৫:৩২ পিএম

চট্টগ্রামে বিএনপির গণঅনশন চলছে

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে চট্টগ্রামেও গণঅনশন শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কাজীর দেউরী নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপি কালামিয়া বাজার লিজা গার্ডেনে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা।


নাসিমন ভবন মাঠে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

 

পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেয়ার কোনো খবর পাওয়া যায়নি। বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। 

 

গণঅনশনে থাকা নেতাকর্মীদের দাবি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন প্রবীণ রাজনীতিবিদ দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি জানান বিএনপি নেতারা।

 

টিআর/ডাকুয়া

আর্কাইভ