• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৪:১২ এএম

মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

গাজীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বহিষ্কারে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। মিছিল শেষে মিষ্টি বিতরণও করছেন তারা।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক কার্যালয়গুলোতে ভিড় বাড়তে থাকে নেতাকর্মীদের। সময় নেতাকর্মীদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এমন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

জানা যায়, মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারের খবর আসার সঙ্গে সঙ্গেই মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আফজাল হোসেন কল্লোলের নেতৃত্বে আনন্দ মিছিল করা বের হয়। আনন্দ মিছিলে নেতাকর্মীরা জাহাঙ্গীর বিরোধী নানা ধরনের স্লোগান দেন। মিছিলটি চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-টাঙ্গাইল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে আতশবাজি ফুটিয়ে নেতাকর্মীরা উল্লাস করেন। সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে মেয়র জাহাঙ্গীরের বিতর্কিত মন্তব্যে নেতাকর্মীসহ কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা তার বহিষ্কারের দাবিতে  আন্দোলন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে আবেদন জানিয়ে আসছিলাম। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে এমন সিদ্ধান্ত আসায় পুরো গাজীপুরবাসীসহ দেশ কলঙ্কমুক্ত হয়েছে। এখন তার বিরুদ্ধে যতদিন পর্যন্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে না, ততদিন দেশের মানুষের হৃদয়ে রক্তরক্ষণ বন্ধ হবে না।’ 

ইফাত

আর্কাইভ