• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শিক্ষার্থীদের টিকা দিতে ধীরগতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১১:৩৩ পিএম

শিক্ষার্থীদের টিকা দিতে ধীরগতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দক্ষ জনবল না থাকায় এইচএসসি শিক্ষার্থীদের করোনার টিকা দিতে দেরি হওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে জেলা সদর হাসপাতালে ঘটনা ঘটে। এতে টিকা দিতে না পেরে বাড়িতে চলে গেছেন অনেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে ১৮ হাজার ৭২০ ডোজ করোনাভাইরাসের ফাইজারের টিকা গ্রহণ করে। পরে ১৭ নভেম্বর জেলা সদর হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে ৫টি উপজেলার হাজার হাজার শিক্ষার্থী করোনা টিকা নিতে জেলা সদর হাসপাতালে আসেন। সকাল ৯টায় শুরু হয় দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম। দক্ষ জনবল না থাকায় টিকাদানে ধীরগতি শুরু হয়। অনেকেই দীর্ঘসময় রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ভেতরে প্রবেশ করতে গেলে দায়িত্বরত পুলিশের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। টিকা দিতে না পেরে বাড়িতে চলে গেছেন অনেক শিক্ষার্থী। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

টিকা নিতে কয়েক পরীক্ষার্থী জানান, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়েও রুমের মধ্যে প্রবেশ করতে পারিনি। পুলিশ গেট আটকে দিচ্ছে। তাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। স্বল্প সংখ্যক নার্স দিয়ে এই টিকা দেয়ায় ধীরগতি হচ্ছে। রোদে দাঁড়িয়ে থাকতে অনেক সমস্যা হচ্ছে।

এ দিকে একসঙ্গে সব ক’টি কলেজের পরীক্ষার্থীরা টিকা নিতে আসায় এই সমস্যা হয়েছে বলে দাবি করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত মাত্র সিনিয়ির স্টাফ নার্স দিয়ে এই টিকা কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের পুরো টিকাদান কার্যক্রম শেষ করতে হবে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ