• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রংপুরে কিশোরী ধর্ষণ ও গর্ভপাতের মামলায় যুবক গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৩:১৪ এএম

রংপুরে কিশোরী ধর্ষণ ও গর্ভপাতের মামলায় যুবক গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মামলায় ওমর ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার উমর ফারুক উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা জোঁককামড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য হোদা মিয়ার ছেলে ও চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী কাম দফতরি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় সাত মাস আগে উমর ফারুক তার প্রতিবেশী এক কিশোরীর (১৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ায়। একপর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হলে ওমর ফারুক কৌশলে ওই কিশোরীকে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটায়। পরে মেয়েটি ফারুককে বিয়ের কথা বললে সে সম্পর্কের কথা অস্বীকার করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে পুলিশ ফারুককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘মেয়ের পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ওমর ফারুককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এস/এম. জামান

আর্কাইভ