প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ১১:৫৭ পিএম
এপেক্সের একটি শোরুমে নারীদের
শৌচাগারে গোপন ভিডিও ধারণ
করার অভিযোগে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেফতার
করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ। বুধবার
(১৭ নভেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর
পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেছেন।
তিনি
জানান, ৯৯৯-এ আসা
একটি ফোনকলের ভিত্তিতে
নারীদের শৌচাগারে ভিডিও ধারণ করার অভিযোগে
এক যুবককে আটক করেছে চকরিয়া
থানা পুলিশ।
তিনি
বলেন, ‘মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল
সাড়ে ৫টায় এক ব্যক্তি চকরিয়া
থানাধীন আনোয়ার শপিং কমপ্লেক্সের ‘এপেক্স
শু’ শোরুম থেকে ৯৯৯ নম্বরে
ফোন করে জানান, তিনি
ও তার স্ত্রী সেখানে
জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী শোরুমের
শৌচাগারে গেলে সেখানকার এক
কর্মচারী ওয়াশরুম পরিষ্কার করার কথা বলে
ভেতর একটি মোবাইল ফোনের
ভিডিও অন করে রেখে
আসে। তার স্ত্রী বিষয়টি
বুঝতে পেরে তাকে জানালে
তিনি আশপাশের লোকজনের সহায়তায় ওই কর্মচারীকে আটক
করেন।’
এরপর
৯৯৯ নম্বরে ফোন করলে চকরিয়া
থানা পুলিশের একটি দল দ্রুত
ঘটনাস্থলে যায়। চকরিয়া থানার
এসআই (উপপরিদর্শক) মোশারররফ হোসেন জানান, তিনি ঘটনাস্থল থেকে
শোরুমের কর্মচারী রুহুল আমিনকে (২৪) আটক করেছেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা
উপজেলার শ্যামপুর। তাকে মোবাইল কোর্টে
দেয়া হবে।
নূর/এম. জামান