• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৭ জন আটক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৯:২৫ পিএম

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৭ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রমনা মিস্ত্রিপাড়া এলাকার পিতা আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল রানা (৩০), জোড়গাছ নতুন বালাজান এলাকার নজির হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৪৬), মুদাফৎ থানা বেলেরভিটা এলাকার মৃত আহসান হাবিবের ছেলে বদরুল আলম (৪৩), একই এলাকার এস এম আব্দুল খলিলের ছেলে আশরাফুল ইসলাম (২৬), খড়খড়িয়া ভট্টপাড়া এলাকার মৃত আজিজুল হক ব্যাপারীর ছেলে চান মিয়া (৪০), জোড়গাছ মণ্ডলপাড়া এলাকার নজির হোসেনের ছেলে ফারুক মিয়া (৪০), পশ্চিম খড়খড়িয়া এলাকার জাহেদুল হকের ছেলে হোসেন আলী (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গাঁজা সেবন করার সময় সাত মাদকসেবীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গাঁজা খাওয়ার কলকি, দুটি গ্যাসলাইট, গাঁজা ১০০ গ্রাম এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ওই আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যার নং-০৪।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত রাতে জোড়গাছ বাজারে অভিযান চালিয়ে সাত মাদক সেবনকারীসহ মাদক গ্রহণের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ