• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চাটখিলে ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৩:৩১ পিএম

চাটখিলে ডাকাত সর্দার গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থেকে ডাকাত সর্দার মিজানুর রহমান মিজানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান দত্তেরবাগ এলাকার আবুল কালামের ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার বলে জানিয়েছে পুলিশ।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মিজানের বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। তার মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে শুক্রবার রাতে নিজ এলাকায় আসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

টিআর/এএমকে
আর্কাইভ