• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যশোরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০২:৫৬ এএম

যশোরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্ম সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তমিজুল ইসলাম খান বলেন, ‘আমরা যদি ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা লক্ষ করি, তারা খুবই চতুর ছিল। তারা আমাদের দেশে যখন কর্ম স্থাপন করে তখন তারা আমাদের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি সব কিছু সম্পর্কে অবগত হয়েছিল। তারা চিন্তা করেছিল, এই দেশে যদি শাসন ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে আমাদের মধ্যে ভাঙন ধরাতে হবে। তখন তারা চিন্তা করল একমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আমাদের মধ্যে ভাঙন ধরানো সম্ভব এবং তারা এই পথ অবলম্বন করে এ দেশে শাসন ব্যবস্থা চালিয়েছিল। তাই এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, যখন একটা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যায়, সম্প্রীতিটা নষ্ট করা যায়, সেখানে কোনো ধর্মের বা কোনো ব্যক্তির লাভ হয় না। সেখানে সবসময় লাভ হয় তৃতীয় পক্ষের। আর কাজটা হবে, আমরা কখনই তৃতীয় পক্ষকে লাভবান হতে দেবো না। আমাদের মধ্যে সব সময় সম্প্রীতি, ধর্মীয় বোধটাকে জাগ্রত রাখব।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি পলাশ, সাবেক এমপি মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুণ্ড, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী প্রমুখ।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ