• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাধবদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ১০:১১ পিএম

মাধবদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলায় মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জন গ্রেফতার হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ সৈয়দুজ্জামানের তত্ত্বাবধানে মাধবদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান সিটি নিউজ ঢাকাকে বলেছেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মানবিক পুলিশ হতে চাই। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগান ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। মাধবদীতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ