• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১২:৫৭ এএম

রংপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আব্দুর রহিম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত মোহন উদ্দিনের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী রিয়াজুল ইসলাম পরাজিত প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে জয়ী ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক আব্দুর রহিম দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

রংপুরের পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ