• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

প্রকাশিত: মে ২১, ২০২১, ০৮:২১ পিএম

পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় লিটন (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে বোদা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২১ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক মাদক ব্যাবসায়ীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামে।  সে ওই গ্রামের আইজুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, লিটন ঠাকুরগাঁও থেকে এসে শহীদ মিনার এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিআর

আর্কাইভ