• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৫:৫৩ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী সানজিদা আক্তার  ফামিদা নিহত হয়েছে। ফাহমিদা লক্ষ্মীপুরে রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে লক্ষ্মীপুর ভাড়া বাসা থেকে দাদার বাড়ি মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক পিকআপকে আটক করেছে। প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধরা।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ