প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৯:৩৭ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাচঁতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় আরও এক নারীর নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দুই নারীর নিহত হলেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা গুরুতর। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন- মায়া রানী (৪০) ও মঙ্গোলী রানী (৪২)। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের আরও তিনটি বাড়ির দেয়াল উড়ে যায় এবং পাশের আরও তিনটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। তার দুই মেয়ে বৃষ্টি (১৪), সৃষ্টি (১০) ও এক ছেলে নির্জয়সহ (৩) জুমা (২১), রুমা (১২), সোহেল (২৬), তুলশি (৫০) ও দেড় বছরের শিশু বিশালী আহত হয়েছে।
তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, দুই নারী নিহত হয়েছেন। আটজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহত আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
টিআর/ডাকুয়া