• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লকডাউনে ৩৪টি রোহিঙ্গা শিবির

প্রকাশিত: মে ২১, ২০২১, ০৬:৪৪ পিএম

লকডাউনে ৩৪টি রোহিঙ্গা শিবির

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো।

এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার (২১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।  

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে ১০ দিনের জন্য (৩১ মে পর্যন্ত) লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন।

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়ে কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা সৈয়দ উল্লাহ। 

তিনি বলেছেন, ক্যাম্পে করোনা আক্রান্তের খবরে লোকজন ভয়ে আছে। ক্যাম্পে ঘিঞ্জি বসতি থাকায় ঝুঁকি বেশি।

টিআর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ