প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৫:১২ পিএম
নারায়ণগঞ্জের
ফতুল্লায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মায়া রাণী নামে এক নারীর মৃত্যু
হয়েছে। এ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আরও সাতজন। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার
পূর্ব শিয়াচর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।
নিহত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আহতরা হলেন-মো. নাছির (৩৩), মো. হোসেন (৩৩), জাহিদুল ইসলাম (৪৫ ), ঝুমা (২০), মনি (২৫), কলোসী (৫৫) ও হৃদয় দাস (৪২)।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে আহতদের মধ্যে ছয়জনকে নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নিহত নারীর মরদেহ এখনও ওই ভবনেই আছে।
টিআর/এএমকে