• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৩:৫৩ পিএম

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত রাত সাড়ে ১২টার দিকে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ। পথে নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেটা এখনও জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টিআর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ