• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

রামুতে সাংবাদিককে হত্যাচেষ্টা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৪:১১ এএম

রামুতে সাংবাদিককে হত্যাচেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সাংবাদিক শিপ্ত বড়ুয়াকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী আহত হন।


বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের খবর সংগ্রহ করার সময় রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী তুষার বড়ুয়া জানান, রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিটন বড়ুয়ার ছোটভাই ছোটন বড়ুয়াসহ তার দলবল আচমকা হামলা চালান।

 

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী অসীম বড়ুয়া জানান, সাংবাদিক শিপ্ত বড়ুয়াকে লক্ষ্য করে দুটি গুলি করেন ছোটন বড়ুয়া। মোটরসাইকেলে থাকায় প্রাণে রক্ষা পান শিপ্ত বড়ুয়া ও তার দুই সহযোগী।

 

হামলার শিকার শিপ্ত বড়ুয়া জানান, ৯নং ওয়ার্ডের মেম্বার পদে দুইজন প্রতিদ্বন্দ্বী। আমি ব্যক্তিগতভাবে স্বপন বড়ুয়াকে সমর্থন দেয়ায় সাবেক মেম্বার রিটন বড়ুয়াসহ তার ছোট ভাই ছোটন বড়ুয়া তার দলবল নিয়ে আমাকে গুলি করে হত্যাচেষ্টা করে।

 

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও রামু থানায় জানানো হলেও কোনো ধরনের আইনি সহায়তা পাওয়া জায়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান শিপ্ত বড়ুয়া।

 

টিআর/এম. জামান

আর্কাইভ