• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কুড়িগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০২:৪০ এএম

কুড়িগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে রায়গঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শহিদুল ইসলাম (২৭) ও সুমাইয়া খাতুন (৪)। তারা উভয়ই রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

 

রায়গঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন ফজু জানান, রাত ৭ টার দিকে নিহত শহিদুল তার পরিবারের ৫-৬ সদস্যকে নিয়ে নাগেশ্বরী থেকে রায়গঞ্জ আসার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমন মিয়া। 

 

তিনি জানান, রাত ৭টার দিকে রায়গঞ্জ বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

 

 

টিআর/এম. জামান

আর্কাইভ