• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জাল ভোট দিতে এসে আটক ২

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১২:২৬ এএম

জাল ভোট দিতে এসে আটক ২

রংপুর ব্যুরো

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগাছায় জাল ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন দুই যুবক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের আদম গ্রামের মামুন রানা মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা. মো. আলহাজউদ্দিন। তিনি জানান, দুই যুবক জোর করে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিঁড়ে সিল মারার চেষ্টা চালায়। সময় পুলিশ আনসার সদস্যরা তাদের আটক করে।

দিকে রংপুরের পীরগাছা পীরগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা।

পীরগাছা  উপজেলার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আটজন। এ ছাড়া আওয়ামী লীগ বিদ্রোহী , জাতীয় পার্টির , ইসলামি আন্দোলনের , বাংলাদেশ কংগ্রেসের স্বতন্ত্র হিসেবে ১৯ জন রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে রয়েছেন ১২১ জন সাধারণ সদস্য পদে ৩৩৬ জন।

উপজেলার ৮টি ইউনিয়নে ১১৭টি ভোট কেন্দ্রের ৬২৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। এসব ইউনিয়নে লাখ ৩৯ হাজার ২৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৭ হাজার ৯৩৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ২১ হাজার ৩৬৬ জন।

পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া ৪৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ১০ জন। এ ছাড়া জাতীয় পার্টির , ইসলামি আন্দোলন বাংলাদেশের , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির , জাকের পার্টির স্বতন্ত্র হিসেবে ২১ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৩৬ জন সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১০টি ইউনিয়নে ৯০টি ভোট কেন্দ্রের ৫৭০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। এসব ইউনিয়নে এক লাখ ৯৫ হাজার ৩০২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৪৪৩ জন এবং মহিলা ভোটার ৯৮ হাজার ৮৫৯ জন। এ দিকে উপজেলার মদনখালী ইউনিয়নে শুধু ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হচ্ছে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ