প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৯:৪৬ পিএম
নোয়াখালীর
বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে কেন্দ্র দখলের চেষ্টাকালে পুলিশের সঙ্গে স্বতন্ত্র
চেয়ারম্যান প্রার্থীর লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে
চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আটক করা হয়েছে দুইজনকে।
অন্য দিকে জাল
ভোট দেয়ার অভিযোগে মোহাম্মদ জুয়েল (২৭) নামের একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১
নভেম্বর) ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা
হচ্ছেন- সুলতানপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে ও
স্বতন্ত্র প্রার্থীর ভাই আলী (২৬) ও মোশাকপুর গ্রামের জিরাজ মিয়ার ছেলে মিরাজ হোসেন
(২৪)।
স্থানীয় সূত্রে
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আলাইয়াপুর ইউনিয়নে
স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আনিসুর রহমানের লোকজন সুলতানপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা গুলি করে কেন্দ্রটি
দখলের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ বাধা দেয়। এতে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে
পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি করে পুলিশ। গোলাগুলির ঘটনায় আনিসুর রহমান
গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ দিকে দুপুরে
হাজীপুর ইউনিয়নের ১০৮ নং কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় জুয়েল ও কামরুল হাসান নামের দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম
জুয়েলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কামরুলকে
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জেলা পুলিশ
সুপার মো. শহীদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ চেয়ারম্যান প্রার্থীসহ
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত আসামিদের থানায় নেয়া
হয়েছে।
এস/এম. জামান