• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বেগমগঞ্জের ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৪:৩৪ পিএম

বেগমগঞ্জের ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী না থাকলেও স্বতন্ত্রভাবে মাঠে আছে বিএনপি। আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে প্রত্যেক ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি তো আছেই। 

উপজেলার নরোত্তমপুর বেগমগঞ্জ ইউনিয়নে ছাড়া বাকি ১২টি ইউপিতে ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। লাখ ৫২ হাজার ৩৪৮ জন নারী লাখ ৭১ হাজার ৮৩১ জন পুরুষসহ মোট লাখ ২৪ হাজার ১৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অফিসের তথ্য মতে, উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে আলাইয়পুর ইউপিতে জন, দূর্গাপুর জন, গোপালপুর জন, আমান উল্যাপুর জন, রাজগঞ্জ জন, ছয়ানি জন, শরীফুর জন, বেগমগঞ্জ জন, একলাশপুর জন, হাজীপুর জন, কাদিরপুর জন, নরোত্তমপুর জন, রসুলপুর জন কুতুবপুর ইউনিয়নে জনসহ মোট ৬৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভির চৌধুরী বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। উপজেলাকে ৩টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে ১ জন পুলিশ পরিদর্শক নেতৃত্ব দিচ্ছেন।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ