• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: মে ২১, ২০২১, ০২:১২ পিএম

পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলীনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে যানবাহন দুটি।

নিহত ব্যক্তিরা হলেন, পিকআপ ভ্যানের চালকের সহযোগী রনি খন্দকার (১৭) ও চালক (৩০)। চালকের নাম–পরিচয় জানা যায়নি। রনি খন্দকার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লাদিয়া গ্রামের রিপন খন্দকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুইজন মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, 'এ দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।'

এএএম/এএমকে
আর্কাইভ