• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে প্রয়াত সংসদ সদস্যের জন্মদিন উদযাপিত

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০২:৩৪ এএম

গাজীপুরে প্রয়াত সংসদ সদস্যের জন্মদিন উদযাপিত

গাজীপুর প্রতিনিধি

কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) গাজীপুরে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জম্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রেস ক্লাব সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ নয়ন, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল।

এর আগে গ্রামের বাড়ি হায়দরাবাদে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকেরা সত্য এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেন। তাদের অপমান করে কেউ এ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই। সাংবাদিকদের কটূক্তি করে তাদের পেশায় বাধা দেয়া থেকে সবাইকে সাবধান হয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করি যারা খারাপ কাজ করেছেন, নিজের স্বার্থে অন্যকে ছোট করার জন্য, শহরকে ধ্বংস করার জন্য নানা নাটকীয়তা সৃষ্টি করেছেন আল্লাহর ওয়াস্তে তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করেন।’

প্রসঙ্গত, ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের সাবেক পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তিনি গাজীপুর ২ (গাজীপুর সদর, টঙ্গী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুইবার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে ৭ মে টঙ্গীতে প্রকাশ্য দিবালোকে এক জনসভায় দুর্বৃত্তরা তাকে ব্রাশফায়ার করে হত্যা করে।

এএমকে/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ