• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নোয়াখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৮:০৮ পিএম

নোয়াখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রাকিব প্রকাশ রাকিব চোরা (১৯) দেলোয়ার হোসেন বাবু  (২১) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি পাইপগান রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার ( অক্টোবর) রাতে আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে রাকিব প্রকাশ রাকিব চোরা এবং একই উপজেলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার হাজী বাড়ির ঝোপঝাড়ের ভেতর থেকে দুটি দেশীয় পাইপগান চার রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার ( নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ