• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুইজনকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ১২:২৩ এএম

বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুইজনকে দল থেকে বহিষ্কার

রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিঠু ও একই ইউনিয়ন কমিটির সদস্য নুরুজ্জামান বিএস।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিঠু মোটরসাইকেল ও একই ইউনিয়ন কমিটির সদস্য নুরুজ্জামান বিএস ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

এতে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে গত ২৮ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্ত ক্রমে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও নৌকার বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বিএস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত‌। কিন্তু আমাকে নৌকা দেয়া হয় নাই। যাকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে তার চেয়ে নিজেকে যোগ্য চেয়ারম্যান প্রার্থী মনে করছি। তাই নির্বাচন করছি।’

অপর বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন মিঠু জানান, দল আমাকে বহিষ্কার করেনি। আমি নিজে দল থেকে বহিষ্কার হয়েছি। অযোগ্য ব্যক্তিকে নৌকা দিলে তা মেনে নেয়া যায় না। দল আমাকে কী করল তা আমার জানার দরকার নাই।

এস/এএমকে/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ