• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিকারির ফাঁদ থেকে রক্ষা পেল আরও ৩৫০টি বক পাখি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:১৬ পিএম

শিকারির ফাঁদ থেকে রক্ষা পেল আরও ৩৫০টি বক পাখি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামে শিকারির ফাঁদ থেকে রক্ষা পেল আরও ৩৫০টি বক পাখি। গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাকলের বিল, তেলটুপি বিল, ভত্তাগাড়ী বিল, নওপাড়া বিল ও বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর বিল, জালসুকা বিল, রয়না ভরাটসহ প্রায় ১২টি মাঠে পরিবেশকর্মীরা অভিযান চালিয়ে ফাঁদসহ এসব পাখি উদ্ধার করেন।

পরে সোমবার (৮ নভেম্বর) পরিবেশকর্মীরা স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় ৩২টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়।

পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধে চলনবিলের বিভিন্ন এলাকায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করছে উপজেলা প্রশাসন। তাদের সচেতন করা হচ্ছে। প্রতিনিয়তই প্রশাসন অভিযান পরিচালনা করছে। এছাড়া প্রতিদিন পরিবেশকর্মীরা কাকডাকা ভোরে শীতকে উপেক্ষা করে পাখি রক্ষায় কাজ করছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

এস/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ