প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:০৮ পিএম
পাটুরিয়ায় ডুবে
যাওয়া ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হয়েছে। আজ (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে বেসরকারি প্রতিষ্ঠান
জেনুইন এন্টারপ্রাইজের ৫টি বার্জ ক্রেন কাজ করছে।
বিআইডব্লিউটিএ’র
যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরি
উদ্ধারে গত ১ তারিখ থেকে আমাদের সহযোগিতায় জেনুইন এন্টারপ্রাইজ কাজ করে যাচ্ছে।
বিগত কয়েকদিন তারা সার্ভেসহ নজেল সিস্টেমের মাধ্যমে ফেরিতে থাকা পলি অপসারণ করেছে। গতকাল ৫টি বার্জ ক্রেন চলে আসায় আজ সকাল থেকে ফেরি উদ্ধারকাজ শুরু হয়েছে।
সকাল ১০টা নাগাদ উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরি কয়েক ফিট তুলতে সক্ষম হয়েছে।
গত ২৭ অক্টোবর
পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক ও মোটরসাইকেল নিয়ে পাটুরিয়ার ৫ নং
ঘাটে ডুবে যায় ফেরি শাহ আমানত। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম
ডুবে যাওয়া যানবাহন উদ্ধার করলেও ফেরি উদ্ধারে তারা অক্ষম ছিল।
এস/ডাকুয়া