• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নোয়াখালীতে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ১

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৪:৩৭ পিএম

নোয়াখালীতে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্র ককটেলসহ মো. ইসমাইল (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ্যাব-১১। গ্রেফতারকৃত ইসমাইল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির শাহ আলমের ছেলে।

রোববার ( নভেম্বর) বিকেলে ্যাব-১১-এর একটি দল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে

রোববার রাতে ্যাব-১১, সিপিসি-, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার বিকেলে বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়িসংলগ্ন রাস্তার পাশে কবরস্থানের সামনে থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়।

সময় তার কাছ থেকে ১৫টি কিরিচ এবং ১২টি ককটেল জব্দ করা হয়। আটকের পূর্বে সে ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বলে জানা যায়।

ইসমাইলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ