• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাদক ব্যবসা ছেড়ে দেয়ায় মামলা দিয়ে হয়রানি!

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৬:৫০ পিএম

মাদক ব্যবসা ছেড়ে দেয়ায় মামলা দিয়ে হয়রানি!

রংপুর ব্যুরো

আমি ভালো হইতে চাই, কি করে ভালো হবো? ইয়াবা গাঁজাসহ মাদকের কারবার না করেও একের পর এক মাদকের মামলা দেয়া হচ্ছে। মাদক ব্যবসা ছেড়ে দেয়ায় এ পর্যন্ত ছয়টি মামলা দেয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেছেন রংপুর নগরীর ভগিবালা পাড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আনারুল ইসলাম।

রোববার (৭ নভেম্বর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, “এলাকার মাদক কারবারিদের গডফাদার, গঙ্গাচড়া এলাকার বিকাশ চন্দ্র প্রায় আমার বাসায় এসে  বলে, ‘প্রয়োজনে টাকা নে তবু ইয়াবার ব্যবসা কর।’ আমি এতে রাজি না হওয়ায় আমাকে তারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে পুলিশ দিয়ে একের পর এক মাদক মামলায় আসামি করছে।”

আনারুল আরও বলেন, ‘প্রায় ৫ বছরে সময়ের বেশি মাদকের কারবার থেকে ফিরে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। তবুও এখন এদের কারণে বাসায় পরিবার-পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারছি না। এ যাবৎ মোট ছয়টি মামলায় আসামি করা হয়েছে। এখন অগ্রিম টাকা দিয়ে ব্যবসা করার চাপ দিচ্ছে। প্রত্যেক মাসে দুইজন করে আসামি ধরিয়ে দেয়ার জন্য হামলা পর্যন্ত করা হয়েছে। এমনকি বাসায় ঢুকে নিরীহ ছেলেকে মারধর করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনারুল ইসলামের স্ত্রী বলেন, ‘প্রথমে অভাবের তাড়নায় মাদকের কারবার করতে গিয়ে ১০ মাস জেল খেটেছে আমার স্বামী। এরপর সব ছেড়ে ভালো হয়ে যায় সে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্রে পুলিশ একের পর এক মিথ্যা মামলায় জড়াচ্ছে তাকে।’

তিনি আরও বলেন, ‘নামের মিল থাকায় অন্যের মাদক মামলায়ও জেল খেটেছেন তিনি। সবশেষ এ বছরের ২২ মে বাসায় ঢুকে আমার স্বামী আনারুল ইসলামকে ধরে নিয়ে ইয়াবা ও গাঁজার আরও একটি মামলা দেয়। প্রায়ই বাসায় ঘুম থেকে জাগিয়ে সবাইকে মারধর করে।’

সংবাদ সম্মেলনে নিজের পরিবারকে মাদক কারবারিদের কবল থেকে রক্ষার দাবি জানান তিনি।

এস/ডাকুয়া

আর্কাইভ