• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

গাজীপুরে কারখানা ব্যবস্থাপক গুলিবিদ্ধ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১০:৩৭ এএম

গাজীপুরে কারখানা ব্যবস্থাপক গুলিবিদ্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক কারখানা ব্যবস্থাপক। শনিবার ( নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। 

তার পেটে বিদ্ধ হয়েছে গুলিটি। তাকে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, কারখানা থেকে বাসায় ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে নিয়াজ মোহাম্মদের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নিয়ে যান।

মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান কবির জানান, গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদকে এখানে আনা হয়েছিল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ’আহত নিয়াজ মোহাম্মদকে নিয়ে হাসপাতালে আছি। সঙ্গে ওসি স্যারও রয়েছেন। পরে কথা বলব।

 

ইফাত

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ