• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লোকালয়ে হাতির আক্রমণ, আহত ৫

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৩:১৮ এএম

লোকালয়ে হাতির আক্রমণ, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতির দল। এগুলোকে বনে ফেরাতে গিয়ে আহত হয়েছেন বিট কর্মকর্তাসহ পাঁচজন।

শনিবার ( নভেম্বর) দুপুর পর্যন্ত হাতিগুলো দক্ষিণ মিটাছড়ির চেইন্দার লম্বাঘোনা পাহাড়ে অবস্থান করছিল।

আহতরা হলেন- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা, বাপ্পি, সাইদুল হোসেনসহ আরও দুই ইআরটি সদস্য।

পানিরছড়া বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, শনিবার ভোরে ১৬টি ছোট-বড় হাতির একটি দল দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চালায় বনকর্মী এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।

জঙ্গল ঘন হওয়ায় এগুলোকে বনে ফেরানোর চেষ্টা বারবার ব্যর্থ হয়। দুপুরে ফাঁকা গুলি করা হলে হাতির দল থেকে তিনটি হাতি বন বিভাগ ইআরটি সদস্যদের দিকে এগিয়ে আসে। সময় পালাতে গিয়ে পাঁচজন আহত হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে এসেছে। এগুলোকে বনে ফেরাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করা হয়।

নূর/এম. জামান

আর্কাইভ