• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সোনাইমুড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১১:০০ পিএম

সোনাইমুড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সোহাগ উদ্দিন (২৫) নামের এক যুবকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে  উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পুদিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত সোহাগ উদ্দিন পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোটর মহাব্বতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুদিপাড়া বাজারের একটি হোটেলে বসে ছিল সোহাগ। কিছুক্ষণ পর মোটরসাইকেল যোগে তিন অজ্ঞাত মুখোশধারী এসে সোহাগের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পরে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সোহাগকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে সোহাগ নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ