প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৬:২৩ পিএম
জুয়েল রানা, টাঙ্গাইল প্রতিনিধি
অফিস থেকে কল দিছে, আজও যদি ঢাকা যেতে না পারি তাহলে চাকরি থাকবে না। বিকেলে ডিউটিতে যেতেই হবে। এমনটাই বলছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে নাছিমা আক্তার। ঢাকার একটি বেসরকারি গার্মেন্টসে চাকরি করেন তিনি।
নাছিমা আক্তার সিটি নিউজ ঢাকাকে জানান, গত ৫ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শুক্রবার থেকে আবার অফিস করার কথা ছিল। কিন্তু হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে ঢাকায় পৌঁছাতে পারেননি তিনি। শনিবার সকালে ছোট বাচ্চাকে নিয়ে ঢাকার রওনা দিতে আসেন টাঙ্গাইল নতুন বাসস্টান্ডে। কিন্তু আজও (৬ নভেম্বর) পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় বাস পাচ্ছেন না।
তিনি আরও বলেন, বাস না চলায় বাধ্য হয়ে চন্দ্রা পর্যন্ত সিএনজিতে ২০০ টাকা দিয়ে যাচ্ছি। বাকি পথ কিভাবে যাবো জানি না। তবে আজকে ঢাকা পৌঁছাতেই হবে৷
পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার থেকে আজ পর্যন্ত ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। সোনিয়া এসি বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার ইলিয়াস জানান, গতকাল থেকে আজ পর্যন্ত কোনো বাস টাঙ্গাইল থেকে ছেড়ে যায়নি। তবে মালিক সমিতি যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী গাড়ি ছাড়া হবে।
ঢাকাগামী মাহবুব হোসেন নামে আরেক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা হলে জানান, সকাল ৮টায় ডিউটি করার কথা। এখনও টাঙ্গাইল বাসস্টান্ডে দাঁড়িয়ে আছি। জানি না কখন যেতে পারব। সকাল ৫টায় এসে দাঁড়িয়ে আছি। হয়তো না গেলে বেতন কাটা শুরু করবে। সিএনজিতে অনেক বেশি ভাড়া চাচ্ছে।
টাঙ্গাইল আশেকপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা আশরাফ আলী নামে একজন জানান, ঢাকা থেকে যাব রংপুর। এ পর্যন্ত সিএনজি অটোতে এসেছি। ভাড়া পড়ছে ৭০০ টাকা। এমনি সব সময় টাঙ্গাইল পর্যন্ত বাসে আসতে ভাড়া লাগে ৩০০ থেকে ৩৫০ টাকা। আর রংপুর যেতে লাগে ৫০০ টাকা। এই ধর্মঘটের কারণে খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম।
বিলকিস নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। তাই রাজশাহী থেকে গতকাল রাতে রওনা দিয়েছি। মাত্র এসে (সকাল ৭টা) টাঙ্গাইল পৌঁছালাম। সব সময় বাসে ভাড়া পরে ২৫০-৩০০ টাকা। আর এখন ভেঙে ভেঙে এসে ভাড়া পড়ল ৭০০ টাকা উপরে।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি বলেন, কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী ধর্মঘট পালন করা হবে। সরকারের উচিত ছিল শ্রমিক নেতাদের সঙ্গে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেয়ার। হঠাৎ এমন করে সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি বলে তিনি দাবি করেন।
টিআর/ডাকুয়া