• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জেলের ভেসালে ৩ মণ ওজনের ডলফিন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১০:২০ এএম

জেলের ভেসালে ৩ মণ ওজনের ডলফিন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় জেলের জালে একটি বিরল প্রজাতির ডলফিন ধরা পড়েছে। ডলফিনটির ওজন প্রায় ৩ মণ। শুক্রবার ( নভেম্বর) বেলা ১১টার দিকে কুমার নদের ভাঙ্গার চৌকিঘাটা অংশে ডলফিনটি ধরা পড়ে।

জানা যায়, স্থানীয় জেলে তাপস মালোর ভেসালে ডলফিনটি ধরা পড়ে। ভাঙ্গার চৌকিঘাটা গ্রামে তাপসের বাড়ি। পরে ডলফিনটি ভাঙ্গার এক ব্যবসায়ীর কাছে ১১ হাজার টাকায় বিক্রি করেন তাপস।

ভাঙ্গার কাফুরা সদরদি গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের ভাঙ্গার কুমার নদে মাছের পাশাপাশি মাঝে-মাঝে জেলেদের জালে শুশুক উঠতে দেখেছি। কিন্তু ডলফিনের ব্যাপারটা এই প্রথম শুনলাম।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, ’ডলফিন ধরা পড়ার ব্যাপারটি আমি শুনেছি। এটা আইনত ধরা নিষিদ্ধ। ভবিষ্যতে যেন এসব ধরা পড়লে তা নদীতে ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে জেলেদের অনুরোধ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনে ব্যাপারে সচেতনতামূলক প্রচার বৃদ্ধি করা হবে বলে জানান ইউএনও আজিম উদ্দিন।

 

ইফাত/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ