• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ট্রাক চাপায় মা-ছেলে নিহত

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০২:৫৪ এএম

গাইবান্ধায় ট্রাক চাপায় মা-ছেলে নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মা ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ শহরের রাজমতি সুপার মার্কেট সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক মোটরসাইকেল চালক তার স্ত্রী ছেলেকে নিয়ে ওই স্থানের মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় স্ত্রী ছেলে দোল খেয়ে গাড়ি থেকে পড়ে যায়। এরই মধ্যে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের স্ত্রী নিহত এবং আহত হয় ছেলে। পরে তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় ছেলের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান তথ্য নিশ্চত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।

নূর

আর্কাইভ