প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৩:৩১ এএম
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় রংপুরে চারজনকে দল থেকে
বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বহিষ্কৃতরা হলেন- পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য
আবুল কালাম আজাদ খান, পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার
নুর মোহাম্মদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও
ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুর নবী।
মঙ্গলবার (২ নভেম্বর) দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের
সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মাহমুদ মিলন সিটি নিউজ ঢাকাকে জানান, দলীয়
সিদ্ধান্ত অমান্য করে আবুল কালাম আজাদ খান ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী
হয়েছেন। এতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার সঙ্গে পারুল ইউনিয়ন আওয়ামী
লীগের সদস্য খন্দকার নুর মোহাম্মদ,
তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক
জাহাঙ্গীর আলম ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুর নবী আওয়ামী লীগের প্রার্থীর
বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচন করায় তাদেরকে গত ৩১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের
জরুরি সভার সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হয়।
পারুল ইউনিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ
খান বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির
সঙ্গে জড়িত। গতবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলাম।
কিন্তু এবারে আমাকে নৌকা দেয়া হয়নি। তাই এবারে আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ
করেছি। বহিষ্কার করা সেটি দলের বিষয়।
এস/এম. জামান