• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ধারণক্ষমতার ৭ গুণ বেশি বন্দি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৯:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ধারণক্ষমতার ৭ গুণ বেশি বন্দি

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন ১১২৩ জন। যা কারাগারের ধারণক্ষমতার ৭ গুণ বেশি। এর মধ্যে নারী বন্দি রয়েছেন ২৮ জন। বাকি সব পুরুষ। ফলে গাদাগাদি করেই থাকতে হচ্ছে বন্দিদের। এর পরেও বন্দিদের করোনা প্রতিরোধে টিকা দেওয়ার জন্য নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এতে করে উদ্বিগ্ন বন্দিদের স্বজনরা।

এর আগে কারাগারে করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার কারণে আতঙ্ক আরও বেড়েছে বলে জানিয়েছেন বন্দিদের স্বজনরা। যদিও চাঁপাইনবাবগঞ্জ কারাগারে এখনও করোনা রোগী শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি।

শিবগঞ্জ পৌর এলাকার মাস্টারপাড়ার এলিনা খাতুন নামে এক নারী জানান, প্রায় আড়াই মাস ধরে তার ছেলে আবিদুল হক চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি রয়েছে। তাকে করোনা প্রতিরোধে এখনও টিকা দেওয়া হয়নি। মায়ের আশঙ্কা যে কোনো মুহূর্তে ছড়াতে পারে মহামারি ব্যাধি। তিনি বন্দিদের টিকা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

গোমস্তাপুর উপজেলার নয় দিয়াড়ি গ্রামের আশরাফুল ইসলাম বলেন, একটি মামলায় তার ভাইয়ের সাজা হয়ে এক বছর যাবৎ কারাগারে বন্দি রয়েছে। এখনও তাকে টিকা দেওয়া হয়নি। তার দাবি-কারাগারের ভিতরে একজনের থাকার জায়গাতে চার থেকে ৬ জন পর্যন্ত থাকতে হয়। ছাড়া বাইরে হতে নতুন বন্দি কারাগারে যাচ্ছে আবার জামিনে ছাড়া পেয়ে ভেতর হতে বের হয়ে আসছে অনেক বন্দি। একসঙ্গে এত বন্দি থাকার কারণে যে কোনো মুহূর্তে ছড়াতে পারে করোনা।

চাঁপাইনবাবগঞ্জ বেসরকারি কারা-পরিদর্শক কমিটির সদস্য অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান, করোনার কারণে সব বন্দিকে আদালতে তোলা হয় না। শুধু নতুন এবং রায়ের দিন ধার্য থাকে তাদের আদালতে আনা-নেওয়া করা হয়। করোনার কারণে আমি কমিটির সদস্য হয়েও প্রায় দেড় বছর কারাগার পরিদর্শন করতে পারিনি।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান জানান, বন্দিদের করোনার টিকা দিতে এখনও আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, সরকারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে টিকা দেওয়ার নির্দেশনা আসেনি। আমরা শুধু রেজিস্ট্রেশনকারীদের টিকা প্রদান করছি। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা আসলেই কারাগারের বন্দিদের জন্য টিকার ব্যবস্থা করা হবে।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ