• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পুলিশের সহযোগিতায় শিশুকে ফিরে পেলেন মা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৪:৫৭ পিএম

পুলিশের সহযোগিতায় শিশুকে ফিরে পেলেন মা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসের পুত্রসন্তানকে জোর করে ৭ দিন নিজের কাছে রেখে দেন বাবা। যেতে দেননি মায়ের কাছে। অসহায় মা সন্তানকে কাছে পেতে অনেকের কাছে ছুটেছেন, কিন্তু পাননি সমাধান।

অবশেষে চিলমারী মডেল থানা পুলিশের সহযোগিতায় সন্তান ফিরে পেল মায়ের কোল।

অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আঁখি বেগমের (২১) সঙ্গে তিন বছর আগে চিলমারী উপজেলার কিশামতবানু নালার পাড় এলাকার জাবিউল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের বিয়ে হয়। ইতোমধ্যে তাদের সংসারে একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম হয়।

গত ২৪ অক্টোবর সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ফরিদুল ইসলাম তার ১৮ মাসের পুত্রসন্তান আরিয়ানকে নিজের কাছে রেখে স্ত্রী আঁখি বেগমকে বাড়ি থেকে বের করে দেন।

চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার (১ নভেম্বর) বিকালে আঁখি বেগম থানায় এসে অভিযোগ করেন তার সন্তান আরিয়ানকে তার স্বামী জোর করে আটকে রেখেছেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা আঁখি বেগমের কোলে ফিরিয়ে দেয়।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ