প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৫:০২ এএম
টাঙ্গাইলের সখীপুরে জয় বাংলা বলতে বলতেই
মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। রোববার (৩১ অক্টোবর)
সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পথসভায় বক্তব্যর
শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক দ্রুত বসে পড়েন। বসে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। পরে সভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন। আবদুল মালেকের এমন মৃত্যুতে পরিবার, এলাকা ও মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১নভেম্বর) বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেকের মরদেহ দাফন করা হয়েছে।
আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো।
ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।
জুয়েল/টাঙ্গাইল/জেডআই/ডাকুয়া